First Image Second Image

জীবনের গল্প।

Post a Comment
বাস্তবতা থেকে জীবনের গল্প :- পার্ট ১:-আমি মো: ফজলুল জামান ( ফুল বাবু),পিতা মৃত্যু:-আব্দুল মান্নান (খাজা), মাতৃমৃত্যু:-ফজিলা( আলেমা)। আমরা আপন সাত ভাই ও তিন বোন। মাশাল্লাহ দয়াময় মহান রাব্বুল আলামিনের অনুগ্রহ ও বিশেষ কৃপায় অদ্যাবধি আমরা সকল ভাইবোন বেঁচে আছি। তাই আল্লাহর নিকটে শুকুর জানাই, শুকুর আলহামদুলিল্লাহ। আমি বাবা মায়ের প্রথম সন্তান। আমার জন্ম সার্টিফিকেট অনুযায়ী ০১।০১।১৯৭১ইং তবে সম্ভবতঃ আরো ২/১ বছর বয়স কম লিখা পড়েছে। আমার জন্ম গ্রাম:-সারাই হারাগাছ আমবাগান রংপুর। আমার তিন ছেলে। প্রথম ছেলে ইমরান হোসেন তুষার। ২০২২ইং তে রংপুর সরকারি কলেজ থেকে জিওলজিতে অনার্স ফার্ষ্ট ক্লাস অর্জন করেছে। ও হাঁটুভাঙ্গা গড়াই মির্জাপুর টাঙ্গাইলে একটি প্রাইভেট কোংতে অফিসিয়াল চাকুরী করে। আমার দ্বিতীয় ছেলে আরমান হোসেন মুন্না। ও রাষ্ট্র বিজ্ঞান অনার্স তৃতীয় বর্ষ। হারাগাছ সরকারী কলেজ। ও হাটুভাঙ্গাঁ গড়াই মির্জাপুরে প্রাইভেট একটি কোংতে মার্কেটিং কর্ম করে।তৃতীয় ছেলে মাহি। ওকে রংপুরে আবাসিক মাদ্রাসায় কোরআন শরীফের হাফেজী  লাইনে দিয়েছি। আমার পর জন্ম দ্বিতীয় নন্বর আমার ছোট বোন ফেন্সির। ওর শশুর বাড়ি কিশামত যাহা বর্তমানে রংপুর সিটির আওতাধীন। ওর চাঁর ছেলে ও এক মেয়ে। দুই ছেলের ও মেয়েটির বিবাহ হয়েছে। মাশাল্লাহ দয়াময় আল্লাহর কৃপায় স্বামী সন্তান সহ বোনটি ভালো আছে। এবং তৃতীয় আমার ছোট ভাই সেলিম আহমেদ। সেও কিছু প্রাইভেট কোং তে কাজ করেছে। ওর দুই মেয়ে ও এক ছেলে। চতুর্থ বোন রেবা। ওর এক ছেলে ও দুই  মেয়ে। বোনটির বিয়ে হয়েছে সারাই আমবাগান।  মেয়ের বিয়ে হয়েছে।  পঞ্চম ভাই সেপন। ওর এক ছেলে এক মেয়ে। ষষ্ট বোন রেখা। ওর শশুর বাড়ি মোলংহাট,মিঠাপুকুর। ওর দুই ছেলে। সপ্তম  নম্বর ভাই ডিনার। ওর এক ছেলে। অষ্টম নন্বর ভাই দয়াল। ওদর এক ছেলে এক মেয়ে। নবম  নন্বর ভাই রতন। ওর এক মেয়ে এক ছেলে। দশম নন্বর ভাই সুজন। ওর এক মেয়ে। আমার বাবার জন্মস্থান সুন্দরগঞ্জ থানার কচুয়ার খামার এলাকায় যাহা গাইবান্ধা জেলার অন্তর্ভুক্ত। যতটুকু জানি ও জানতে পেরেছি যে আমার বাবা  যুবক বেলায় রংপুরের হারাগাছ  এলাকায় নিরুদ্দেশের উদ্দেশ্য পদাপর্ণ করেন। যতটুকু জানি আমার দাদা দাদী ও বাবার মুখে শুনা হারাগাছে আসার আগে বৃটিশ আমলে বাবার সৈনিক পদে চাকুরী হয়েছিল। তখনকারদিনে সরকারি চাপের কারনে। কারন আমার বাবা লম্বা ও স্থাস্থ্যবান ছিল। আমি যতটুকু জানি আমার দাদা ও তার বাবা চাচারা বৃটিশ আমলে সরকারি জ্ঞাতসারেই খন্ড কালীন জমিদারি করেছেন। আমার দাদার নাম মৃত্যু খবির উদ্দিন সরকার। দাদীর নাম মৃত্যু খাতুন নেছা চৌধুরী। বাবা চাচারা পাঁচ ভাই। চাঁর বোন। আমার বাবা ও চাচারা সহ চার ভাই হারাগাছ,রংপুরে স্হায়ী হয়েছেন।  : চলমান:- পার্ট২

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter